May Allah Bless You

May Allah Bless You

cpa

Monday, November 16, 2015

সিপিএ মার্কেটিং করার আগে এসই ও টা একটু ভালো করে শিখুন ......1

এ্সইও কি ?



SEO এর ফূল অর্থ হল  search engine optimization . SEO বুঝতে হলে আপনাকে বুজতে হবে  search engine কি ? আর এটা কিভাবে কাজ করে ?

Search Engine?


গুগল সার্চ হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে ভিজিটর তার প্রয়োজনীয় তথ্য খোজে পায়
( এরকম অনেক Search Engine আছে )


keyword ( আমরা গুগলে যা লিখে সার্চ দেই তাইkeyword)


Search Engine Spider ( কোন keyword দিয়ে সার্চ দেওয়ার পর Search Engine Spider এই keyword কোথায় কোথায় আছে
তা খোজে বের করে আনাই এর কাজ , যাকে বলা হয় Crawl আর Search Engine যেখানে যেখানে কাজ করতে পারে তাকে বলে Navigation)


Search Engine Algorithm এর কাজ হচ্ছে কোন সাইট কে আগে দেখাবে আর কোন সাইট কে পরে দেখাবে । আর এটা করার জন্য Search Engine Algorithm যে বিষয়টা দেখে তা হল প্রচুর ভিজিটর এবং ওয়েব সাইট কনেটেন্ট এর উপর ভিত্তি করে কোন সাইট কে আগে দেখাবে আর কোন সাইট কে পরে দেখাবে।


তাহলে আমরা বলতে পারি  SEO হচ্ছে এমন একটি কাজ  Search Engine কে অপটিমাইজ  করে  প্রথম পেইজে নিয়ে আসা  । যার ফলে ভিজিটর রা সহজেই আপনার সাইটি পেয়ে যাবে  আর আপনার সাইটে প্রচুর ভিজিটর আসবে  । স্বাভাবতই ভিজিটির বেশী হলে  পেইজ রাংঙ্ক বারবে  এলেক্সা রাংঙ্ক প্রথমে আসবে …...আর আপনার টারগেট পুরন হবে …………………………………………………………………………………...


নোট>আমাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে হাজার হাজার সাইট রয়েছে কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারি না বলে  আমরা সার্চ ইন্জিন এর মাধ্যমে  প্রয়োজনীয়  বিষয় খেোজ   বের করি । তাই আমদের প্রয়োজনীয় বিষয় খোজে পাওয়ার জন্য সবাবত  Search Engine এর প্রথম পেইজে যাদের ওয়েভ সাইট থাকে সেখানে ক্লিকে করি


Note: www.google.com এ যেয়ে সার্চ করার বিভিন্ন বিষয় জানবো এছারা অনান্য বিষয়ে জানবো
আরও মজার বিষয় হচ্ছে  গুগলের একটা জিমেইল দিয়ে গুগলের সবগুলো সার্ভিজ নেওয়া যায়  

আজ আমরা জানবো এসইও এর ভিবিন্ন শব্দ যা এসইও করার সময় শুনে থাকবো বা বলে থাকবো ।এগুলো যা থাকলে আমরা সহজেই এসইও এর মুল বিষয় গুলো বুঝতে পারবো


চলূন শুরু করি


technical trums of seo


  1. url/link/domain name
  2. visitor
  3. keyword
  4. mega tag
  5. back link
  6. internal link
  7. external link
  8. in bound link
  9. out bound link
  10. link building
  11. pagerank  & add ons
  12. alexa rank
  13. on page seo
  14. off page seo
  15. white hat seo
  16. black hat seo
  17. organic seo
  18. paid seo


ON Page SEO & OFF Page SEO?
আমরা কোন সাইটকে SEO করতে চাইলে দু রকম SEO করতে পারি
ON Page SEO : কোন সাইটের Content Rich আনার জন্য আমরা ON Page SEO করে থাকি। উদাহরন সরুপ কোন দোকানের আর্কষনীয় ডেকোরেশন করা হয় যাতে কাস্টমার আসে ঠীক একই রকম ভাবে কোন সাইটে ভিতরগত আর্কষনীয় পরিবর্ত আনার জন্য আমরা ON Page SEO করে থাকি যাতে ভিজিটর আসে।
OFF Page SEO :কো্ন ওয়েভ সাইট বাইরে প্রচার করার জন্য আমরা OFF Page SEO করে থাকি।উদাহরন সরুপ কোন দোকানের নাম ও প্রোডাক্ট প্রচারের জন্য আমরা টিউনার বা বিল বোর্ড দিয়ে থাকি, ঠীক একই রকম ভাবে কোন সাইট কে প্রচার করার জন্য আমরা ভিভিন্ন সাইটে প্রচার করে থাকি আর এই প্রচারই হচ্ছে OFF Page SEO। এটা দু ভাবে প্রচার হয় টাকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আরেকটা টাকা ছারা প্রচার করে। টাকা ছারা প্রচার করাই হচ্ছেOFF Page SEO এর কাজ।
মুলত ওয়েব সাইটে Link building/ back link crate করাই আমাদের OFF Page SEO এর কাজ।

No comments:

Post a Comment

thanks for comments