May Allah Bless You

May Allah Bless You

cpa

Thursday, November 26, 2015

সিপিএ মার্কেটিং করার আগে এসই ও টা একটু ভালো করে শিখুন ......4


Create SEO LANDING PAGE/CONTENT






1. use keyword in the title of the post
( title should be start from the keyword)

2. Use keyword in first 50-100 words of content &
   use keyword in last  50-100 words content

3. Use keyword in H1, H2, H3 tag of the post

4. use Keyword in bold , Italy , underline format with relevant link

5. Use keyword in meta tag & meta description

6. Keyword density 2%-3%

7. Content must be minimum 300 words

8. Use canonical url link in your website

Wednesday, November 18, 2015

সিপিএ মার্কেটিং করার আগে এসই ও টা একটু ভালো করে শিখুন ......3

Keyword Research Update



আমরা আমাদের ওয়েভ পেইজ এ প্রোডাক্ট রিলেটেড   কনটেন্ট হিসেবে যা লেখি সব গুলোই  কিওয়ার্ড ।কিন্তু  আমার কনটেন্টটি যদি সবার কাছ পৌছাতে চাই  তাহলে আমাকে ভিজিটর  এ প্রোডাক্ট রিলেটেড পাওয়ার জন্য কি ধরনের কিওর্য়াড লেখে সার্চ করে সেটা আামাদের জানা থাকতে হবে । কারন গুগল ভিজিটরের সার্চ কি ওর্য়াড যেখানে যেখানে পাবে তাই সাইটটি বা কনটেন্ট টি সবার সামনে নিয়ে আসবে । তাই কি ওয়ার্ড রির্চাজ করে ঐ কিওর্য়াডের উপর ভিত্তি করে আমাদের কনটেন্ট তৈরী করতে  হবে



কেন করবেন keyword research?

১. কারণ মানুষ kewword ব্যবহার করে তাদের প্রয়োজনীয় সমাধান খোজে
২. SE চায় সবসময় best result দেখাতে
৩. আপনার জানা উচিৎ কোন ধরনের keyword বেশি খোজা হচ্ছে
৪. সবথেকে প্রধান কারণ হল, keyword research tools আপনাকে সাহায্য করে এটা জানার জন্য যে, ওয়েবে কি খোজা হচ্ছে এবং কি খোজা হচ্ছে না
keyword research এর জন্য অনেক ধরনের tools আছে। তার মধ্যে wordtracker, keyword discovery, google Adwords etc অন্যতম।

অধিকাংশ মানুষ google adwords ব্যবহার করে - এটা অনেক দ্রুত ও বিনামূল্যে ব্যবহার করা যায়।

Keyword Research এর নিয়ম:

আসলে এটার কোন ধরাবাধা নিয়ম নেই, বাজারে অনেক paid tool পাওয়া যায়, যা দিয়ে খুব সহজ ভাবে সঠিক keyword select করা যায়। কিন্তু
আমরা যেহেতু ঐসব paid tools ব্যবহার করব না, তাই আমাদের keyword researchএর basic procedure জানা উচিৎ।

Brainstorming (কোন বিষয়ে চিন্তা করা)
আমার Target Market কে এবং ঐ বিষয়ের উপর কোন keyword নিয়ে চিন্তা করা এবং লক্ষ করা যে, আমি কি স্থানীয়ভাবে না দেশের ভিতরে, নাকি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগীতা করতে চাচ্ছি। আমার target market এর উপর কি লিঙ্গ, বয়স ঐ দেশের Income এর কোন যোগসূত্র আছে, যদি থাকে তাহলে এটা কিভাবে আমার desired keyword এর উপর প্রভাব ফেলতে পারে। যেমন: আপনার যদি একটি Furniture এর দোকান থাকে শুধুমাত্র একটি জেলাতে তাহলে আপনার keyword হতে পারে "Khulna Furniture" আবার আপনার যদি Otobi এর মত একটি প্রতিষ্ঠান থাকে তাহলে আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে।

সঠিক keyword selection এর জন্য আপনি আরো যে কাজ করতে পারেন, তা হল আপনি আপনার target customer, sales people, friend
and relatives দের জিজ্ঞাসা করতে পারেন তারা ঐ বিষয়ে search করতে হলে কোন wordটা বাছাই করত। এমনও হতে পারে, আপনি যে technical terms চিন্তা করছেন, তাদের সাথে তা নাও মিলতে পারে। আপনি আপনার বিষয় সম্পর্কিত বিভিন্ন Online forum/blogs visit করতে পারেন। আপনি আপনার Competitors এর ওয়েবসাইট visit করে সেখান থেকে ধারনা নিতে সে কি করছে, কোন ধরনের keyword ব্যবহার করছে ইত্যাদি। তারপর আপনার idea গুলো একটা কাগজে লিখে রাখুন।

Determine Competitiveness
এখানে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি কি অনেক বেশী প্রতিযোগীতা চান নাকি অল্প। প্রতিটা Phrase এর একটি আলাদা আলাদা competitiveness আছে। এখন আপনি যদি সবাই যে phrase এর পিছনে দৌড়াচ্ছে, আপনিও তার পিছনে গেলে আপনার জন্য target achieve করা কঠিন হয়ে যাবে। তাই এমন keyword ঠিক করতে হবে যা থেকে প্রয়োজনীয় ভিজিটর পাওয়া যাবে, আবার প্রতিযোগীতাও কম থাকবে।




এবার আমরা যে বিষয়ে উপর পেইজ তৈরী করবো  সেটার উপর ভিত্তি করে  প্রথমে
ubersugget.org   যাবো ওখানে সম্বাভ কিওর্য়াড লেখে দেবো তাহলে  হাজার হাজার কিওর্য়াড চলে আসবে ওখান থেকে বাচাই করে কিছু কিওর্য়াড সংগ্রহ করবো


এবার গুগল কিওর্য়াড প্লানার এ  গিয়ে  এই কিওর্য়াড গুলো রির্চাজ করবো তার পর কোন মাসে কত ভিজিটর আসে কোন কোন দেশ থেকে জানার জন্য  গুগল ট্রেন্ট ব্যবহার করবে  

সব কিছু যাচাই বাচাই করার পর ঐ কিওর্য়াডের উপরি ভিত্তি করে কনটেন্ট লেখবো

বিস্তারিত জানার জন্য বিভিন্ন ভিডিও দেখবো

সিপিএ মার্কেটিং করার আগে এসই ও টা একটু ভালো করে শিখুন ......2

ANALYZE YOUR BUSINESS ONLINE


এসইও শুরু করার আগে আপনার একটা ভালো মানের  ওয়েভসাইট প্রয়োজন হবে । আপনি যদি বীট বেইজ মার্কেটপ্লেসে কাজ করেন তাহলে বায়ার আপনাকে তার ওয়েভ সাইট আপনাকে দিবে এসইও করার জন্য । তাই এসইও শুরু করার আগে নিজে একটা  ফ্রি ওয়েভসাইট তৈরী করুন  বা  কোন একটা সাইট নিয়ে অনুশীলন করুন ………

যাহোক এসইও করার আগে আপনর সাইটি নিয়ে একবার ভাবুন ….

১. আপনার ওয়েভ সাইটি ভিজিটরের কোন ধরনের চাহিদা পুরন করবে
বা কি ধরনের ব্যবসা/ সেবা  শুরু করবেন ?


২. আপনার প্রতিযোগী সাইট কারা কারা ? তাদের বিষয়ে গুগলে সার্চ দিন । ব্যাবসায় বিষয়ে ধারনা নিন ।


৩.কোন বয়সি দের জন্য বা কোন দেশের উপর ভিত্তি করে ওয়েভসাাইট বানাবেন সেই টার উপন ভিত্তি করে আপনার ওয়েভ সাইটের কাঠামো তৈরী করুন

৪. খুব সাধারন , সহজ সরল সহজেই বোধগ্যম  লেআউট দিয়ে  তৈরী করুন যাতে ভিজিটর আরাম বোধ করে...

Monday, November 16, 2015

সিপিএ মার্কেটিং করার আগে এসই ও টা একটু ভালো করে শিখুন ......1

এ্সইও কি ?



SEO এর ফূল অর্থ হল  search engine optimization . SEO বুঝতে হলে আপনাকে বুজতে হবে  search engine কি ? আর এটা কিভাবে কাজ করে ?

Search Engine?


গুগল সার্চ হচ্ছে এমন একটি মাধ্যম যেখানে ভিজিটর তার প্রয়োজনীয় তথ্য খোজে পায়
( এরকম অনেক Search Engine আছে )


keyword ( আমরা গুগলে যা লিখে সার্চ দেই তাইkeyword)


Search Engine Spider ( কোন keyword দিয়ে সার্চ দেওয়ার পর Search Engine Spider এই keyword কোথায় কোথায় আছে
তা খোজে বের করে আনাই এর কাজ , যাকে বলা হয় Crawl আর Search Engine যেখানে যেখানে কাজ করতে পারে তাকে বলে Navigation)


Search Engine Algorithm এর কাজ হচ্ছে কোন সাইট কে আগে দেখাবে আর কোন সাইট কে পরে দেখাবে । আর এটা করার জন্য Search Engine Algorithm যে বিষয়টা দেখে তা হল প্রচুর ভিজিটর এবং ওয়েব সাইট কনেটেন্ট এর উপর ভিত্তি করে কোন সাইট কে আগে দেখাবে আর কোন সাইট কে পরে দেখাবে।


তাহলে আমরা বলতে পারি  SEO হচ্ছে এমন একটি কাজ  Search Engine কে অপটিমাইজ  করে  প্রথম পেইজে নিয়ে আসা  । যার ফলে ভিজিটর রা সহজেই আপনার সাইটি পেয়ে যাবে  আর আপনার সাইটে প্রচুর ভিজিটর আসবে  । স্বাভাবতই ভিজিটির বেশী হলে  পেইজ রাংঙ্ক বারবে  এলেক্সা রাংঙ্ক প্রথমে আসবে …...আর আপনার টারগেট পুরন হবে …………………………………………………………………………………...


নোট>আমাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে হাজার হাজার সাইট রয়েছে কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারি না বলে  আমরা সার্চ ইন্জিন এর মাধ্যমে  প্রয়োজনীয়  বিষয় খেোজ   বের করি । তাই আমদের প্রয়োজনীয় বিষয় খোজে পাওয়ার জন্য সবাবত  Search Engine এর প্রথম পেইজে যাদের ওয়েভ সাইট থাকে সেখানে ক্লিকে করি


Note: www.google.com এ যেয়ে সার্চ করার বিভিন্ন বিষয় জানবো এছারা অনান্য বিষয়ে জানবো
আরও মজার বিষয় হচ্ছে  গুগলের একটা জিমেইল দিয়ে গুগলের সবগুলো সার্ভিজ নেওয়া যায়  

আজ আমরা জানবো এসইও এর ভিবিন্ন শব্দ যা এসইও করার সময় শুনে থাকবো বা বলে থাকবো ।এগুলো যা থাকলে আমরা সহজেই এসইও এর মুল বিষয় গুলো বুঝতে পারবো


চলূন শুরু করি


technical trums of seo


  1. url/link/domain name
  2. visitor
  3. keyword
  4. mega tag
  5. back link
  6. internal link
  7. external link
  8. in bound link
  9. out bound link
  10. link building
  11. pagerank  & add ons
  12. alexa rank
  13. on page seo
  14. off page seo
  15. white hat seo
  16. black hat seo
  17. organic seo
  18. paid seo


ON Page SEO & OFF Page SEO?
আমরা কোন সাইটকে SEO করতে চাইলে দু রকম SEO করতে পারি
ON Page SEO : কোন সাইটের Content Rich আনার জন্য আমরা ON Page SEO করে থাকি। উদাহরন সরুপ কোন দোকানের আর্কষনীয় ডেকোরেশন করা হয় যাতে কাস্টমার আসে ঠীক একই রকম ভাবে কোন সাইটে ভিতরগত আর্কষনীয় পরিবর্ত আনার জন্য আমরা ON Page SEO করে থাকি যাতে ভিজিটর আসে।
OFF Page SEO :কো্ন ওয়েভ সাইট বাইরে প্রচার করার জন্য আমরা OFF Page SEO করে থাকি।উদাহরন সরুপ কোন দোকানের নাম ও প্রোডাক্ট প্রচারের জন্য আমরা টিউনার বা বিল বোর্ড দিয়ে থাকি, ঠীক একই রকম ভাবে কোন সাইট কে প্রচার করার জন্য আমরা ভিভিন্ন সাইটে প্রচার করে থাকি আর এই প্রচারই হচ্ছে OFF Page SEO। এটা দু ভাবে প্রচার হয় টাকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আরেকটা টাকা ছারা প্রচার করে। টাকা ছারা প্রচার করাই হচ্ছেOFF Page SEO এর কাজ।
মুলত ওয়েব সাইটে Link building/ back link crate করাই আমাদের OFF Page SEO এর কাজ।

Wednesday, November 4, 2015

CPA Marketing Tips Two

আসসালামাইলাইকুম
আশা করি সিপিএ টিপ ওয়ানে  এর নিয়ম ফলো করে দ্বিতীয় টিপস হাত দিবেন । কেননা এই টিপস টি প্রয়োগ করতে চাইলে আপনাকে অব্যশয় ভালো ইকাম থাকতে হবে । আসুন শুরু করি


১. প্রথমে মাইক্রোওয়ার্কার সাইটে একাউন্ট খুলুন এখানে শর্ট টাইপের অনেক কাজ আছে ..যেগুলো করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন । 10 ডলার হলে আপনি টাকা তোলতে পারবেন । 10 ডলার হলে আপনার ঠিকানায় একটা পিন কোড পাঠাবে  আপনি পিন কোড একটিভ করলে  ই আপনি টাকা তুলতে পারবেন । কিন্তু আপনি এই সাইটের টাকা কখনো তুলেবেন না  । আপনি এই সাইটের টাকা দিয়ে  সিপিএ প্রোডাক্টের লিংক কাজ   দিবেন


ধরুন সিপিএ  মার্কেটপ্লেস এর  কোন অফার প্রমাট করলে প্রতি লিড আপনাকে 2 ডলার দিবে
আপনি করবেন কি মাইক্রোওয়ার্কার সাইটে  এই কাজের উপর একটি কেম্পয়েন তৈরী করবেন  0.50 ডলার প্রতি কাজরে জন্য পে করবেন ...

এখন ধরুন  আপনার একাউন্ট  10 ডলার আছে    আপনি 20 টা কাজ দিতে পারবেন
কিন্তু এই ২০ টা কাজ করার জন্য  উপর দিকে আপনার সিপিএ মার্কেটপ্লেস এ ২0 টা লিড পাবেন  ফলে ঐ সাইটে ইনকাম হবে ২০ * ২= ৪০ ডলার হবে ব্যয় হলো  ১০ ডলার আর ইনকাম হবে 30 ডলার   এবার বুঝতেই পারছেন কিবাবে লিড প্রমোট করতে হয় ........এভাবে ডলারের বিপরীতে  আপনি ইনকাম করতে পারবেন  ।


২.এবার বিভিন্ন মাইক্রোওয়ার্কার ফেইজবুক গ্রোপে  জয়েন্ট করুন  যারা যারা এই সাইটে কাজ করে আপনি তাদের কম টাকায়  ডলার কিনে  মাইক্রোওয়ার্কে এ ডিপোজট করুন  আর  ইনভেষ্ট করুন


আর সুযোগমতো অনলাইন ব্যাংক এ  একাউন্ট ভেরিফাই করে ফেলূন

CPA Tips One

আসসালামালাইকুম

আমরা আজ থেকে সিপিএ মাকেট প্লেস  থেকে কিভাবে বেশী বেশী আয় করা যায় সে সব টিপস নিয়ে আলোচনা করবো

টিপস ১

১.প্রথমে আমরা ভিবিন্ন মাকেটপ্লেস এ  সাইন আপ কররো । সেই সাইট সমন্ধে ভালো বাভে জানবো তারপর সিপিএর ভিবিন্ন অফার  নিয়ে ঘাটাঘাটি কররো  । আমরা প্রয়োজনীয় অফার নিরবাচন করবো  সিপিএ মাকেটিং করার জন্য



নিয়ম অনুযায়ী বিভিন্ন  ভিবিন্ন সোসাইল সাইটে লিংক প্রমোট করবো  । যত বেশী সাইটে লিংক শেয়ার করবেন তত বেশী ইনকাম হবে .....তাই  যে সাইটে পেইজ র‌্যাংক  বেশী ঐ সব সাইটে  আমাদের লিংক প্রমোট করবো


৩.. আপনি গুগল ড্রাইবে একটি সিপিএ একটি ফোল্ডার তৈরী করে  যে সব সা্ইটে লিংক প্রমোট করবো তাদের লিষ্ট করুন নিয়মিত প্রমোট করুন আর হিসাব রাখুন.... আর ধীরে ধীরে  আপনার  প্রমোট করার সাইট বৃদ্ধি করুন  । মিনিমাম ৫০০ সাইটে এর লিষ্ট তৈরী করুন  তারপর  একটা একটা করে প্রমোট করুন

তবে মনে রাখবেন প্রমোট লিংক এর বিষয় বস্তু এর উপর ভি্ত্তি করে  বিভিন্ন সাইটে প্রমোট করুন


৪. আপনি ল্যান্ডিং পেইজ ব্যবহার করে  লিংক প্রমোট করতে পারেন  । সেক্ষেত্রে  প্রমোট লিংক আপনার সেইটে  পোস্ট করতে হবে তার পর সেই পোস্টের লিংক ভিবিন্ন সােইটে শেয়ার করুন  এতে করে আপনাপর সাইট ভিজিটর বারবে আবার আপনার লিংকও প্রমোট হবে


৫. যেহেতু আপনার সাইটে অনেক ভিজিটর আসবে  তাই আপনার সাইটে  ভিবিন্ন সিপিএ  রেফারেল লিং বেনার , বিজ্ঞাপন ব্যানার , সেট করতে পারবেন তাহলে এক  ঢিলে   অনেক পাখি মারতে পারবেন।

তবে প্রথম অবস্তায় যেহেতু ফ্রি ল্যান্ডিং পেইজ ব্যবহার করতাছেন তাই  আপনার সাইট এতো বেশী সমৃাদ্ধি না করাই ভালো বরং আয় করে নিজের নামে একটা পেইড সাইট তৈরী করে  তারপর ভালো ভাবে কাজ করুন

অর্থাৎ আপনি চাইলে ল্যান্ডিং পেইজ লিংক সেট না করে সরাসরি প্রমোট করতে পারবেন



মনে রাখবেন একটি কথা যে সাইটে লিংক প্রমোট করবেন তার আগে ঐ সাইটে নিয়ম কানুন জানুন , ভিবিন্ন কমেন্ট পোস্ট করুন  নিয়মিত লগিন করুন তারপর আপনার লিংক শেয়ার করুন ........তা না হয়ে আপনার আইডি ব্যান করে দেবে .....









Sunday, November 1, 2015

CPA Marketing Part 5

CPA Marketing   Part 5

আসসালামালাইকুম



আজকের বিষয়:  Link locker without Landing Page


গত পর্বগলোতে আমরা সিপিএ মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি...........
আশা করি গতপর্ব গুলো মোটামুটি বুঝেছেন ........
এবার আমরা মাসে 500 ডলার থেকে 1000 ডলার ইনকাম করার টার্গেট নিয়ে  ধাপে ধাপে আামরা কাজ শিখবো...

গত পর্বে আমরা জেনেছি যে সিপিএ মার্কেটিং করার জন্য একটা লেন্ডিং পেইজ দরকার হয় কিন্তু আজ আমরা জানবো ল্যান্ডিং পেইজ ছারাও আমরা সরাসরি সিপিএ মার্কেটপ্লেস এর লিংক নিয়ে  বিভিন্ন সাইটে শেয়ার করতে পারি


বিষয়টা  বুঝিয়ে বলি ......ধরুন আপনার একটা গান ভালো লেগেছে .......আপনি  এই গানের লিংক টি  সিপিএ মার্কেট প্লেস এ লিংক লকার অপশন থেকে  একটি লিংক তৈরী করে নিন  .এবার আপনি সিপিএ মার্কেটপ্লেস থেকে পাওয়া লিংক  বিভিন্ন সোসাইল মিডিয়াতে প্রমোট করুন   ।  হ্যা এবার আপনার বন্ধুরা যখন এ র্লিংক কে ক্লিক করবে যার ফলে তার একটি সিপিএ অফার বা সার্ভে দেখতে পারবে । তারা যদি অফার টি পুরন করে তাহলে আপনার গানের লিংক প্রবেশ করতে পারে  ... এই হল লিংক লকার এর কাহিণাী   এভাবে সিপিএ মার্কেট প্লেস এ যত লকার আছে প্রায় সব গুলো  একি এরকম .......আর এভাবে যত ভিজিটর আপনার লিংক প্রবশ করবে তত ইনকাম হবে .........



কি মজা হুররে............................

এবার আসুন আমরা কাজ শুরু করি ................................


প্রিয় বন্ধুরা  আপনাদের কি মনে আছে  পার্ট 2 তে সিপিএ মার্কেটপ্লেস এ কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে আলোচনা করেছিলাম যারা যারা পড়েন  নি তারা দয়া করে পড়ে আসুন  তাহলে আমাদের সাথে ছন্দ মিলাতে পারবেন


পার্ট 2 মুল বিষয় ছিল
  1. Offer
  2. Planing
  3. Traffic
  4. লিড 



এই বিষয় গুলো মাথায় রেখে  আমরা কাজ করবো  ........তাহলে অনেক বেশী আয় করতে পারবো.....



  1. Offer
লিংক লকার এ কাজ করার জন্য আমাদের মাথায় রাখতে হবে ....কি ধরনের লিংক নিয়ে আমরা কাজ করবো
সেই সব লিংক  নিয়ে আপনাকে কাজ করতে হবে  যেগুলো সিরোনাম শুনেই  আপনার লিংক এ ক্লিক করবে 

যেমন নতুন মুভির লিংক , টপ সেক্রেট লিংক,,  জনপ্রিয় গান  ,, প্রয়োজনিয় কনন্টে ,    বিভিন্ন  সফটওয়ারের সিরিয়ার কি ইত্যাদি   হতে পারে  .....প্রশ্ন হলো এগুলো আপনি কোথায় পাবেন ........
হ্যা আপনি পাবেন  বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে  ,, ঘাটাঘাটি করে .....গুগল সার্জের মাধ্যেমে তবে মনে রাখবেন সহজেই পাওয়া যায় এমন কোন লিংক শেয়ার করবেন না 
তাই সার্চ করে কিছেু বের করতে চাইলে   গুগলের 25  , ৩০ পেইজ ভিতরে লিংক গেুলো খেকে আনকমন বিয়য় সংগ্রহ করুন

এবার সিপিএ মার্কেটপ্লেস থেকে  লিংক লকার অপশন থেকে একটি নতুন লিংক জেনারেট করে নিন ................





2.     Planing

এই প্লানিং অংশ টি খুবই গুরুত্বপুন  ......আমাদের লিংক জেনারেট করার পর  প্লান করে করে এগুতে হবে কিভাবে প্লান করতে হয় তার একটা নমুনা দেখাচ্ছি


১..ফেইজবুকে লিংক প্রমোট করুন
,প্রথমে একটি ফ্যাক ফেইজবুক একাউন্ট তৈরী করুন....অব্যশই মেয়েদের নামে হলে ভালো হয় , ,ঠিকানা ব্যবহার করুন কোন বাহিরের দেশের এবং সুন্দর একটা নাম যেন বেদেশী মনে হয় এমন একটা নাম সেট করুন আর একটা দুইটা ছবি সেট করুন 
 এবার কোন বিদেশী বন্ধুদের এ্যাড করুন  এভাবে একজনের প্রোফাইলের ভিতর যেয়ে   তাদের ফ্রেন্ডদের এ্যাড করুন এভাবে করে দিন দিন আপনার বন্ধু সংখ্যা বাড়ান  । এখন আমরা যে লিংক নিয়ে কাজ করবো  সেই লিংক বেইজ গ্রোপ খোজে বের করুন   কমপেক্ষে  200 টা গ্রোপ এ্যাড দিন এবং লিংক রিলেটেট  200 পেইজ লাইক দিন এভাবে করে আপনার ফেইজবুক আইডি সমৃদ্ধি করুন এবং আপনি স্টেটাস দিন , গ্রোপে , পেইজে আপনার লিংক প্রমোট করুন 

এভা্বে ধাপে ধাপে ভিন্নি সোসাইল মিডিয়া , ব্লগ , ফোরাম , ইত্যাদি  সাইটে লিংক প্রমোট করুন 

   ৩...  Traffic


হ্যা এতোক্ষন আমরা যে কাজ গুলো করলাম তা মুলত ট্রাফিক আনার জন্য  তাই আপনার কাজের গতি কেমন হচ্ছে  প্রতিদিন কি পরিমানে কাজ করতেচেন   তার একটা হিসাব রাখবেন  .......এজন্য  গুগল ড্রাইভে  একটা একসেল শীট তৈরী করে  তার হিসাব রাখবেন 

আর এরজন্য গরপরতার হিসাব রাখুন  আর কাজের মান উন্নত করুন  .....



৪.লিড জেনারেট

আপনি অনেক কাজ করলেন বাট কোন লিড পেলেন না তাহলে সব শ্রমই বৃথা । তাই লিড জেনারেট করার জন্য মানসম্মত সাইট খোজে বের করুন । নিয়মিত সাইটে ভিজিট করুন । চাহিদা আছে এমন বিষয়ে লিংক দিন এভাবে কাজ করুন

নোট : ল্যান্ডিং পেইজ ছারা সিপিএ মার্কেটিং  করা যায় তবে অনেক সুযোগ সুবিদা থেকে মিস করবেন
ল্যান্ডিং পেইজদিয়ে মার্কেটিং করলে আপনার সাথে প্রচুর ভিজিটর আসবে । আপনার সাইটে এ্যাড দিয়ে অনেক আয় করতে পারবেন  । কিন্তু সম্যসা হচ্ছে ফ্রি ল্যান্ডিং পেইজ এ সিপিএ মার্কেটিং করলে ভিবিন্ন সময় বিভিন্ন কারনে ডিলিট হয়ে যাবে আপনার ল্যান্ডিং পেইজ যার ফলে আপনি নানান জামেলায় পরবেন



তাই আমার পরার্মশ হচ্ছে  ,প্রথমে ল্যান্ডিং পেইজ ছারা মার্কেটিং করে আয় করুন তারপর আয়ের টাকা দিয়ে নিজস্ব একটা ওয়েভ সাইট তৈরী করুন । যার ফলে সব ধরনের সিপিএ কাজ করতে পারবেন । ডিলিট হওয়ার কোন ভয় নাই  আর এর ভিতর দিয়ে  এসই ও শিখে ফেলূন

সার সংক্ষেপ

১. বিভিন্ন জনপ্রিয় সাইটে ঘাটাঘাটি করে  অতি প্রয়োজনী  ইনকাম / গেমস /মুভি ইত্যাদির লিংক  সংগ্রহ করে  সিপিএ লিড লিংক লকার থেকে লিংক জেনারেট করে নিন।


২. এবার ৩০ থেকে ৫০ ওয়ার্ডের একটি আর্কষনিয় আর্টিকেল তৈরী করুন লিংক সহ নিয়মিত আপডেট করুন


৩. সোসাইল মিডিয়াতে  লিংক শেয়ার করুন । চেক করুন । প্রথম প্রথম 1 ঘন্টা করে কাজ করুন

লিংক শেয়ার  করার সময় মনে রাখুৃন

১ যে সাইটে শেয়ার করবেন সেটা যেন প্রাসঙ্গিক হয়
এবার একটা একটা করে গ্রোপে  শেয়ার করুন
ফেইজবুকে শেয়ার করার টাইমলাইনে শেয়ার করার পর ..... কিছু ফ্রেইন্ড রেকোয়েষ্ট পাঠান কিছু গ্রোপ এড করুন

২. এবার আরেক টি সাইটে যান এভাভে করে এক বা একাধিক সাইটে শেয়ার করুন তবে সময়ের দিকে লক্ষ রাখবেন সেটা যেন এক থেকে ২ ঘন্টার বেশী না হয় কেননা  এই কাজ করার পাশাপাশি আপনাকে অন্য কিছু শিখতে হবে
আরো এক্সপার্ট হয়ার জন্য ............................................................................................