May Allah Bless You

May Allah Bless You

cpa

Friday, October 30, 2015

CPA Marketing Part 4

আসসালামালাইকুম  গত পর্বগুলো তে আমরা জেনেছি  সিপিএ মার্কেটিং কি  , ভিবিন্ন সিপিএ মার্কেটপ্লেস এর নাম ,  কিভাবে সিপিএ মার্কেটিং করতে হয় তার একটা সাধারন জ্ঞান , এবং সবশেষে জানলাম ..একটি সিপিএ মার্কেটপ্লেস  সিপিএলিড.কম এর ভিবিন্ন ফিচার ও এর কাজ ।


আজ আমরা জানবো সিপিএ মার্কেটিং করা পুর্ব প্রস্তুতি

সিপিএ মার্কেটিং করার জন্য প্রথমে আপনার একটা নিজস্ব ওয়েভ সাইট দরকার হবে .......কেননা সিপিএ এর অফার গুলোর লিংক  আপনার সাইটে আর্টিকেলে প্রমোট করতে হবে তার পর প্রচার করতে হবে ।কাজেই প্রথমে আমাদের একটি নিজস্ব ওয়েভ সাইট লাগবে ...........আর ওয়েভ সাইট বা ব্লগ সাইট তৈরী করার জন্য  আপনি অনলাইনে ফ্রি তে  ওয়েভ সাইট তৈরী করতে পারবেন ...........আসুন আাজ আমারা ফ্রিতে একটি নিজের নামে একটা ওয়েভ সাইট তৈরী করি


Thursday, October 29, 2015

CPA Marketing Part 3

আসসালামালাইকুম
CPA Marketing Part 3 এ আমরা জানবো
একটি জনপ্রিয় সিপিএ মার্কেটপ্লেস এর বিভিন্ন বৈশিষ্ট নিয়ে , যার না হল  www.cpalead.com 
এটি একটি জনপ্রিয় সিপিএ মার্কেটপ্লেস , আপনি এ সাইটে কাজ করে মাসে ২০০ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার আয় করতে পারবেন । তাই আসুন এই মার্কেটপ্লেস এর অফার নিয়ে কাজ করার আগে  এই সাইট সমন্ধে একটু জেনে নেয় ।

১. প্রথমে আপনার ইমেইল এড্রেস ও পুর্ন নাম ঠিকানা দিয়ে  এই সাইটে একাউন্ট খুলুন । এই সাইটে একাউন্ট করার জন্য এখানে ক্লিক করুন www.cpalead.com 

২. একাউন্ট হয়ে গেলে  আপনি একটি ড্যাসবোর্ড দেখতে পারবেন । ড্যাসবোর্ডে আপনার তেমন কাজ নেই শুধু বিভিন্ন ব্যক্তিদের সাথে চ্যাট করতে পারবেন  তবে প্রথমে চ্যাট করতে পারবেন না । এখানে চ্যাট করার জন্য নির্দিষ্ট পরিমান আয় করতে হবে ।

CPA Marketing Part 2

আমরা  CPA Marketing Part 1  এ জেনেছি  সিপিএ কি ,ভিবিন্ন সিপিএ মার্কেটপ্লেস সমন্ধে ধারনা এই পর্বে জানবো কিভাবে এই মার্কেটপ্লেস এ কাজ করতে হয়

নিচের বেসিক স্টেপগুলো   মাথায় রাখুন


  1. Offer
  2. Planing
  3. Traffic
  4. লিড 

cpa marketing part 1

CPA মার্কেটিং কী?

CPA এর পূর্ণরূপ হল Cost Per Action অর্থাৎ আপনার লিঙ্কের মাধ্যমে গিয়ে কেউ নির্দিষ্ট পদক্ষেপ নিলেই আপনার অ্যাকাউন্টে ডলার জমা হবে। পদক্ষেপটি হতে পারে Email submit করা, Zip code submit করা, কিছু Download করা, Survey complete করা, কিছু Order দেওয়া ইত্যাদি। কাজেই অধিকাংশ CPA প্রডাক্ট ফ্রী বলে কনভার্ট এর পরিমাণও বেশি হয়। প্রতিটি কনভার্ট এর জন্য সাধারণত $0.50 থেকে $20 পর্যন্ত পে করে থাকে। তবে বিশেষ কিছু প্রোডাক্টে $250 বা তার চেয়েও বেশি পাওয়া যায়। এ ধরনের মার্কেটিং PPL বা Paid Per Lead মার্কেটিং নামেও পরিচিত।




অনেক গুলো CPA নেটওয়ার্ক আছে যেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে Lead প্রমোট করার সুযোগ দিয়ে থাকে। আমার পরিচিত কিছু ভাল এবং বিশ্বস্ত CPA নেটওয়ার্কের নাম নিম্নে দেওয়া হল।

1. http://clicksure.com

2. http://peerfly.com

3. http://cpalead.com

4. http://maxbounty.com

5. http://adscendmedia.com

6. http://affiliaxe.com


এসব সা্টটে সাইন আপ করুন নেট নিয়ে ঘাটাঘাটি করুন্ কিভাবে আয় করতে হয় তারপর ধাপে ধাপে কাজ করুন
এই কাজগুলো করার জন্য ভিডিও টিউটিরিয়াল দেখুন


চলবে.......................

Saturday, October 24, 2015

Dream

I Have A Dream

২০১৬ সালের মধ্যে নিজেকে একজন উচ্চপর্যায়ের ক্ষমতাসম্পুর্ন  আর্কষনীয় বক্তিত্ব , হানসাম জব ,সফল ফ্রিলান্সার , দেশ বিদেশ ভ্রমন ও জনকল্যানে নিবেদিত প্রান হিসেবে সবার পাশে থাকবো




এজন্য সর্বদা আল্লাহর কাছে ক্ষমা ,দয়া , সাহায্য পার্থনার ভিতর দিয়ে  ইসলামিক কর্মকান্ড সাধন এবং নিচের গুন গুলো বৃদ্ধি করতে হবে

  1. সেল্ফডেভোলপমেন্ট
  2. অর্থনীতি বিষয়ক জ্ঞান
  3. ইংলিশ বিষয়ক জ্ঞান
  4. ইন্টারভিউ / জব গাইড স্টাডি
  5. কম্পিউটার এবং ফ্রিলান্সিং
  6. প্রতিটা কাজের পর্যালোচনা ও সমাধান  


রোটিন


সকালে ফজর এর নামাজ আদায় করে     মেডিটেশন বিষয়ক জ্ঞান অর্জন করার পাশাপাশি
 সেল্ফডেভোলপমেন্ট  এবং ইসলামিক জ্ঞান অর্জন করা



তারপর
জবের জন্য প্রস্তুতি গ্রহন ও কার্য/ক্রম পরিচালনা করা   করার পাশাপাশি ফ্রিলান্সিং এর কাজে  জোর দেওয়া/শেখা
সেই সাথে ইংরেজীতে দক্ষ হওয়ার জন্য ইংলিশ মুভি ,বিবিসি নিউস , বন্ধুদের সাথে আড্ডার ভিতরে ইংরেজী অনুশীলন করা
এবং সেই সাথে  জিম এ ব্যায়ামের দিকে মনোযোগ দেওয়া 


রাতে  ইশার/ মাগরীব নামাজ আদায় করে প্রয়োজনীয় কাজ করার পাশাপাশি


( জব গাইড ১ ঘন্টা পড়াশুনা করা)

.কম্পিউটার এবং ফ্রিলান্সিং কাজ  মনোযোগ দেওয়া
1.প্রথমে মাইক্রোওয়ার্কারে কাজ করবো এই বিষয়ে আরো কিছু শিখবো
২অনলাইনে আয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহন ও চর্চা করন

এবং সেই সাথে ফ্রি সময়ে
সেই সাথে ফ্রি সময়ে  প্রতিটা কাজের পর্যালোচনা ও সমাধান   করতে হবে আপনার কাজের গতি কেমন হচ্ছে , কেন সফল হচ্চে না ইত্যাদি

Thursday, October 22, 2015

step by step

অনলাইন বেইজ কাজ শিখুন........

স্টেপ ১

( sign up , You tube, face book, Yahoo ans, click search, comment, visit , screen shot,blog , forum post & other

এবার স্ক্রিল.কম একটি ব্যাংক একাউন্ট খুলুন সেই সাথে বাংলাদেশের যেকোন বাংক এড করুন .....আর টাকা তুলুন.....www.skrill.com

স্টেপ ২